পাড়াগাঁয়ের মাতাল হাওয়া

 

গ্রাফিক্স ডিজাইন।


এক

দেখলাম শ্যামলছায়া
নদীপথজুড়ে—
বাজাইয়া যায়—
পাষাণের সুর।
তার আঙিনা গর্ত করে,
নিজেরে রাখি— ভৈরবী আর সেপ্টেম্বরের গান।
এ কর্তা বাজি
মে— তুম কোন হো?
যেই করি জিজ্ঞাসা
জিন্দিগি করে তালাশ
জিন্দিগির লাশ।


দুই

সারাক্ষণ আমি এই খুঁজে মরি
আর দেখি— তা দূরে নাই,
ভেতরে আমার
বাজে সেই সুর—
অন্ধ গলির
অন্ধ কুকুর
পথ ভুলে যায়,
যেমন ভোলো
তুমিগো আমায়।
কি মুখ ছিল
পাড়াগাঁওজুড়ে
আমার মায়ের—
দেখোনি তুমি
ধূর্ত সময়
দেখেছি আমি
তোমারই চোখে।
এ অভিযোগ নয়,
অভিযোগই যে
আমারই দোয়া।


জুবায়ের দুখু-এর কবিতা

Comments